শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আগে সরকারের সঙ্গে কথা বলবে বাফুফে

আপডেট : ৩০ জুন ২০২০, ০২:১৫

দেশের ফুটবলাররা টেনশনে রয়েছেন। কারণ ঘরে বসে থেকে জীবন জীবিকা অনিশ্চিত পথে চলে যাচ্ছে। শরীর অচল হয়ে যাচ্ছে। প্রিমিয়ার লিগ মাঝ পথে বাতিল করা হয়েছে। ফুটবলাররা টেনশনে রয়েছেন তাদের জীবন জীবিকা নিয়ে।

সোমবার ( ২৯ জুন) বাফুফে ভবনে গিয়ে ফেডারেশন সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে বৈঠক করেছে প্রায় ২০ জন ফুটবলার। তারা দাবি তুলেছেন ত্যাদের ক্যারিয়ার নিয়ে। বাফুফে সভাপতি সবার কথা বলেছেন এবং সেই সঙ্গে নিজে বোর্ডে দেখিয়েছেন এই মুহূর্তে কীভাবে নিজেকে ফিট রাখতে হবে। সালাহউদ্দিন সেই বৈঠক শেষে বলেছেন, ‘সবার কথা শুনেছি। তবে আগে দেখতে হবে দেশের পরিস্থিতি।

সরকারের সঙ্গে কথা বলতে হবে। কীভাবে ফুটবলটা শুরু করা যায় তা নিয়ে সরকারের সঙ্গে কথা বলে একটা পথ বের করতে হবে। কারণ ফিফার খেলাতো বাদ দেওয়া যাবে না। আর খেলোয়াড়রা যেটা বলেছে সেটাতো সেকেন্ডারি ব্যাপার। আমরা সবকিছু নিয়েই কথা বলবো। খেলোয়াড়দের কথাটাও মূল্যবান।’

নতুন মৌসুম এলে ফুটবলাররা পুরো চুক্তিতে খেলবেন নাকি অন্য কোনো পথ বের করা যাবে তা নিয়ে একটা টেনশন। খেলোয়াড়রা ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যে পারিশ্রমিক পেয়েছিলেন সেই অর্থ ফেরত দিতে পারবেন না খেলোয়াড়রা। যেটা বকেয়া রয়েছে সেটার সঙ্গে নতুন মৌসুমের পারিশ্রমিক যুক্ত করে খেলোয়াড়দের নিয়ে দলগড়া হলে তাতে খেলোয়াড়রা যেমন স্বস্তি পাবে, তেমনি ক্লাবগুলোর জন্য সুবিধা হবে, এমনটাই মনে করছেন তারা।

রাকঢাক না করে তপু বর্মন বললেন, ‘আমরা যে পারিশ্রমিক নিয়েছিলাম সেটা ফেরত দেওয়ার মতো অবস্থায় নেই। আমরা ক্লাব এবং বাফুফে বসে যদি একটা সুরাহা করে দেয় যেন ক্ষতি না হয়।’ তপু বলছেন ‘জাতীয় দলের খেলা ৮ অক্টোবর। সেপ্টেম্বরে যদি ফেডারেশন কাপ শুরু করা যায় তাহলে খেলোয়াড়রা প্রস্তুত হতে পারবে।’

ফুটবলাররা শুধু নিজেদের কথাই বলেনি, মামুনুল বললেন, ‘প্রিমিয়ার লিগ ছাড়া নিচেরে সারির আরো খেলোয়াড় রয়েছে যারা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। মামুনুল বললেন, ‘চার মাস আমরা ফুটবলের বাইরে। যারা প্রিমিয়ার লিগে খেলেছেন তারা কিছুদিন চালিয়ে নিতে পারবেন কিন্তু যারা নিচের সারিতে তারা ভালো নেই। আমরা সভাপতির কাছে বলেছি যদি লিগ শুরু করা যায় তাহলে সবাই আবার ফুটবলে ফিরবে অর্থনৈতিক বিষয়টাও গুরুত্ব পাবে।’

গোলকিপার আশরাফুল ইসলাম রানা বলেছেন তারা নিজেদের কথা বলার পাশাপাশি অন্যান্য লিগের খেলোয়াড়দের পারিবারিক কষ্টের কথাগুলো তুলে ধরেছেন। রানা বলেন, ‘বাতিল হয়ে যাওয়া লিগের ক্লাবগুলোর সঙ্গে একটা সমঝোতার মাধ্যমে টাকা-পয়সার বিষয়টা সুরাহা হয় তার জন্য বাফুফের কাছে গাইডলাইন চেয়েছি। নতুন মৌসুম শুরু করার ব্যাপারেও অনুরোধ করা হয়েছে। জাতীয় দলের খেলা রয়েছে অনুশীলন শুরু করার ব্যাপারেও কথা হয়েছে।’

ইত্তেফাক/এসআই