শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কৃত্রিম পরিবেশ তৈরি করে দর্শকশূন্য মাঠে টেস্ট ম্যাচ!

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৪:০২

করোনা ভাইরাসের কারণে বেশির ভাগ খেলাধুলাই বন্ধ। সীমিত পরিসরে কিছু কিছু খেলা চালু হয়েছে। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে গ্যালারি থাকছে দর্শক শূন্য। ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ম্যাচগুলোও হচ্ছে দর্শক শূন্য মাঠে।

গ্যালারিতে দর্শক না থাকায় খেলোয়াড়রা সাধারণত দর্শকদের উন্মাদনা থেকে বঞ্চিত হন। এবার সেই অভাব পূরণ করতে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে মাঠে কৃত্রিম দর্শক টানার। বড় বড় টিভি স্ক্রিনে দর্শকের উন্মাদনা আর কৃত্রিম শব্দের মাধ্যমে মাঠে তৈরি করা হবে খেলার আবহ।

ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যের টেস্ট ম্যাচগুলোতে এই কৌশল অবলম্বন করতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দুই দেশের ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা এই সিদ্ধান্তে একমত হয়েছেন। দুই ক্রিকেট বোর্ডের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হওয়ার কথা রয়েছে। করোনা পরবর্তী সময়ে এটিই হবে প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।—ডেইলি মেইল

ইত্তেফাক/এসআই