শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আইসিসির আগেই সৌরভ জানালেন এশিয়া কাপ বাতিল, তাদের ভাবনার জায়গা আইপিএল

আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৫:৫৪

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এর চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি কি রাতারাতি ক্রিকেটের নীতিনির্ধারক হয়ে গেলেন? ক্রিকেটের নিয়স্ত্রক সংস্থা আইসিসির সিদ্ধান্তের আগেই তিনি জানিয়ে দিলেন এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। যেখানে এখনও এ ধরনের কোন সিদ্ধান্ত নেয়নি আইসিসি। সৌরভের মতে, এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। এখন শুধুমাত্র আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া বাকি। যা রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছে সবার মধ্যে।

গাঙ্গুলির ৪৮তম জন্মদিন উপলক্ষ্যে আনন্দবাজার সৌরভ গাঙ্গুলীর একটি সাক্ষাৎকার ছাপিয়েছে যেখানে গাঙ্গুলি বলেছেন, ‘এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। এবারে আর হচ্ছে না। আমরা আইসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখা যাক, কবে ওরা চূড়ান্ত ঘোষণা করে।’

এদিকে এশিয়া কাপ বাতিলের কথা বললেও, আইপিএল আয়োজনের ব্যাপারে আশাবাদী গাঙ্গুলি। তার মতে ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আইপিএল। তাই এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিসিআই। এশিয়া কাপ বাতিল হলেও, আইপিএল ছাড়া বছরটি শেষ করার পক্ষে নন গাঙ্গুলি।

বিসিসিআই সভাপতি বলেন, ‘আমরা চাই আইপিএলটা যেনো হয়। কারণে জীবনের পাশাপাশি ক্রিকেটও স্বাভাবিক অবস্থায় ফেরা দরকার। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে আমাদের কাছে আইসিসির দেয়া কোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই।’

এদিকে আইপিএল আয়োজন করলেও করোনা পরিস্থিতির কারণে সেটি ভারতে করার সুযোগ প্রায় নেই বললেই চলে। তবু আশা হারাতে রাজি নন গাঙ্গুলি। তিনি শেষ পর্যন্ত দেখতে চান ভারতের করোনা পরিস্থিতি। একেবারেই যদি সম্ভব না হয়, তাহলে ভারতের বাইরে করার কথা জানিয়েছেন বিসিসিআই প্রধান।

তার ভাষ্য, ‘মিডিয়াতে আমরা নানান কথাই শুনছি। তবে এটা আমরা নিজেরাই আয়োজন করতে চাই। প্রথম পছন্দ ভারতই। যখন ৩৫-৪০ দিন সময় পাবো, আমরা এটি আয়োজন করবো। এটা ভারতে করতে পারব কি না, তা এখনই বলা মুশকিল। যদি আমরা না পারি, তাহলে হয়তো বাইরে যাওয়ার কথা ভাববো।’

ইত্তেফাক/এসআই