শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় সাকিব

আপডেট : ১১ জুলাই ২০২০, ১৫:৩৮

বিশ্বের নামীদামী সব রেকর্ডই যেন নিজের নামের সাথে যোগ করতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিছুদিন আগে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের হিসেবে শতাব্দীর দ্বিতীয় সেরা মূল্যবান ক্রিকেটার হয়েছেন এই ক্রিকেটার। এরইমধ্যে পরিসংখ্যান গত দিক দিয়ে ওয়ানডেতে সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডারের একজন হয়ে উঠেছেন সাবেক টাইগার অধিনায়ক। 

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে পাঁচ হাজারের বেশি রানের পাশাপাশি ২৫০টিরও বেশি উইকেট নিয়েছেন এমন অলরাউন্ডার আছেন মাত্র পাঁচজন। পারফরম্যান্সের গুণেই এই তালিকায় নাম লিখিয়েছেন সাকিব। 

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী ওয়ানডের সেরা পাঁচ অলরাউন্ডারের শীর্ষে রয়েছেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার সনাৎ জয়সুরিয়া। এই অলরাউন্ডার ৪৪৫টি ওয়ানডে খেলে ১৩৪৩০ রান সংগ্রহ করার পাশাপাশি উইকেট নিয়েছেন ৩২৩টি।

এই তালিকার দ্বিতীয় সেরা অলরাউন্ডার সাবেক প্রোটিয়া ক্রিকেটার জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে ৩২৮টি ওয়ানডে খেলেছেন তিনি। ব্যাট হাতে তার মোট রান ১১৫৭৯, শিকার করেছেন ২৭৩টি উইকেট।

সেরা পাঁচের এই তালিকায় রয়েছেন দুইজন পাকিস্তানি। তারা হলেন যথাক্রমে সাবেক পাক অধিনায়ক শহীদ আফ্রিদি এবং মিডিয়াম পেসার আবদুল রাজ্জাক। ৩৯৮ ওয়ানডে খেলা আফ্রিদির নামের পাশে জ্বলজ্বল করছে ৮ হাজার ৬৪ রান। এসময়ে ৩৯৫টি উইকেট শিকার করেছেন তিনি। অন্যদিকে আবদুল রাজ্জাক ২৬৫টি ওয়ানডে খেলে ৫০৮০ রান করার পাশাপাশি উইকেট শিকারের আনন্দে মেতেছেন ২৬৯বার।

পরিসংখ্যানের হিসেবে এরপরই আছেন সাকিব। ২০৬টি ওয়ানডে খেলে এই অলরাউন্ডার সংগ্রহ করেছেন ৬৩২৩ রান। বাঁহাতি স্পিনে ২৬০ জন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন তিনি। 

তালিকার প্রথম চার অলরাউন্ডার এরই মধ্যে ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো খেলে যাচ্ছেন সাকিব। কে জানে, হয়তো ক্যারিয়ার শেষে সবার উপরেই থাকবেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয়!

ইত্তেফাক/এসআই