শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অস্ট্রেলিয়া সফর নিশ্চিত করল ভারত

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৬:২৮

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আদৌ হবে কি হবে না—তার কোনো সুরাহা না হলেও একটা সুসংবাদ দিলেন বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি জানালেন, ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত।

তবে, করোনা ভাইরাসের কারণে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্ন বাদে সব জায়গাতেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে তা আবারও বেড়েছে।

সৌরভ গাঙ্গুলি বলেন, ‘হ্যাঁ, আমরা ঐ সফরটি নিশ্চিত করেছি। ডিসেম্বরে আমরা সফর করব। আমরা আশা করছি, কোয়ারেন্টাইনের সময় সীমা কমানো হবে। কারণ আমরা চাই না, খেলোয়াড়রা এতদূর গিয়ে হোটেলে দুই সপ্তাহ বসে থাকুক। এটি খুবই হতাশাজনক ও হতাশাব্যঞ্জক হবে।’

সফরটা অস্ট্রেলিয়া বলেই নিশ্চিত গাঙ্গুলি। বললেন, ‘আমি বলেছিলাম, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ভালো অবস্থানে রয়েছে। তাই নিজেদের দৃষ্টিকোণ থেকে, আমরা সেখানে যাব এবং আশা করছি, কোয়ারেন্টাইনের দিন সংখ্যা কমবে এবং আমরা ক্রিকেটে ফিরে যেতে পারব।’

ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ভারতের। ২০১৮-১৯ সালের সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের ২-১ ব্যবধানে জিতেছিল বিরাট কোহলির ভারত।