শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৮ পেসারে বিস্মিত শোয়েব আখতার

আপডেট : ৩১ জুলাই ২০২০, ০৯:০১

ইংল্যান্ড সফরে যাওয়া পাকিস্তান দলে পেসারদের সংখ্যাধিক্যে বিস্মিত সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। করোনা ভাইরাস পরিস্থিতিতে যথেষ্ট বিকল্প হাতে রাখতে ২৯ জনের দল নিয়ে ইংল্যান্ডে গেছে পাকিস্তান। সেখান থেকে ৫ আগস্ট শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য বেছে নেওয়া হয়েছে ২০ জনের স্কোয়াড। এতে বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন ইমরান খান, মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, ওয়াহাব রিয়াজ, সোহেল খান ও উসমান খান শিনওয়ারি। সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। 

 

পাকিস্তানের এ স্কোয়াডে পেসারই আট জন। সে দেশের একটি টিভি চ্যানেলে তাই শোয়েব আখতার বিস্ময় প্রকাশ করে বলেছেন, এত পেসার দলে রাখার কারণ ভাবতে গিয়ে কোনো কূলকিনারা পাচ্ছেন না তিনি। শোয়েব রসিকতা করে বলেন, ‘তারা ২০ জনের স্কোয়াড ঘোষণা করেছে। এই ২০ জনের মধ্যে ফাস্ট বোলারই ২২ জন। দেখা যাক, কাদেরকে তারা একাদশে রাখেন। অধিনায়ক ও ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে, তারা কোন ভাবনায় এগোবেন। তারা কী চায়, পিচ কেমন, পুরো চিত্রটা কীভাবে দেখছে ম্যানেজমেন্ট, আমাদের কোনো ধারণাই নেই তারা কোন পথে এগোচ্ছে।’ সাবেক এই কিংবদন্তি পেসার মনে করেন, ব্যর্থ হলে বিরাট সমালোচনার মুখে পড়তে পারে টিম ম্যানেজমেন্ট।

 

ইত্তেফাক/এএম