শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দলে রবিনসন

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৬:৫৯

পাকিস্তানের বিপক্ষে আগামী সপ্তাহে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন পেসার ওলি রবিনসন। রবিবার এ ঘোষণা দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বব উইলস ট্রফিতে ক্যান্টবুরিতে কেন্টের বিপক্ষে সাসেক্সের হয়ে খেলা এই পেসারকে ইতোমধ্যে দল থেকে সরিয়ে নেয়া হয়েছে। প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেয়েছেন রবিনসন। 

হ্যাম্পশায়ারের এজাস বোলের হেডকোয়ার্টারে জৈব-সুরক্ষা পরিবেশের মধ্যে থাকা টেস্ট দলের সাথে আগামী সোমবার যোগ দিবেন রবিনসন। 

গেল মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড দলে ছিলেন রবিনসন। ওই সিরিজের পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জিতে নেয় ইংলিশরা। 

কাউন্টিতে হ্যাম্পশায়ারের বিপক্ষে প্রথম রাউন্ডের দুই ইনিংসে ৬৫ রানে ৮ উইকেট শিকার করেন ২৬ বছর বয়সী ডান-হাতি পেসার রবিনসন। 

সর্বশেষ পাঁচ টেস্ট সিরিজের প্রথম টেস্টেই হারের স্বাদ নিয়েছিলো ইংল্যান্ড। এবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিততে পারলে, সেই লজ্জার বৃত্ত থেকে বের হতে পারবে ইংলিশরা।

ইত্তেফাক/ইউবি