শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মুমিনুল-মিরাজের ব্যাটিংয়ে রাজশাহীর জয়

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:৪১

বিপিএলের ষষ্ঠ আসরে নিজেদের প্রথম খেলায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৮৩ রানে হেরে গিয়েছিল রাজশাহী কিংস। তবে দ্বিতীয় ম্যাচে জয়ের বন্দরে পৌছতে ভুল করলো না মেহেদী হাসান মিরাজের দল।

বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটানসকে ৭ উইকেটে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী। মিরপুর শেরেবাংলায় টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১১৭ রান তুলেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। তাড়া করতে নেমে রাজশাহী জিতেছে ৭ বল হাতে রেখে।

মূলত মুমিনুল ও মিরাজের ব্যাটিংয়ে ভর করে এই জয় আসে রাজশাহীর। ওপেনিংয়ে মুমিনুলের সঙ্গে ছিলেন পাকিস্তানের খেলোয়াড় মোহাম্মদ হাফিজ। তিনি সাজঘরে ফিরে যাওয়ার পর হাল ধরেন মুমিনুল|
দ্বিতীয় উইকেটে মিরাজকে সঙ্গে নিয়ে ৭৮ বলে ৮৯ রানের জুটি গড়েন। ৪৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন মুমিনুল।

আরো পড়ুন: চাঁদা না দেওয়ায় শিক্ষার্থীদের নির্যাতন, ৩ পুলিশ ক্লোজড

১৫তম ওভারে তিনি আউট হওয়ার পর খেলাকে এগিয়ে নিয়ে যান তার সতীর্থরা। সেটা শুধু ফর্মালিটি মাত্র। কারণ ততক্ষণে জয়ের সুবাস পাচ্ছে রাজশাহী। ৩৪ বলে প্রয়োজন মাত্র ১৮ রান। এসময় ফিরে যান ইনিংসের শুরু থেকে দুর্দান্ত খেলা মিরাজ। শেষ দিকে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন সৌম্য সরকার।

ইত্তেফাক/জেডএইচ