শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খেলোয়াড়দের জন্য গড়ে উঠছে কাবাডির আধুনিক কমপ্লেক্স

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০১:৫২

দেশের কাবাডির উন্নয়নে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে জাতীয় ক্রীড়া পরিষদ বিওএ ভবনের পাশে নির্মাণ করে দিচ্ছে ফেডারেশনের ছয় তলা ভবন। 

২ হাজার আসনের নতুন গ্যালারি ছাড়াও ইনডোর ফ্যাসিলিটিজ, জিমনেসিয়াম, ৫০ জন থাকার আবাসিক ক্যাম্প, মেডিকেল রুম, অডিটোরিয়াম, ড্রেসিংরুম, রেফারিজ রুম, সভাকক্ষ, আধুনিক মিডিয়া সেন্টার করা হচ্ছে।

নির্মাণ কাজ চলাকালীন প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ লিগ ও জুনিয়র সার্ভিসেস কাবাডি লিগ, বিজয় দিবস টুর্নামেন্ট, নতুন রেফারিজ কোর্স আয়োজন করেছে এডহক কমিটি। 

আরও পড়ুন: মানবাধিকার জানেই না মার্কিন শাসকরা: রুহানি

গতকাল উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক পুলিশের ঢাকা রেঞ্চের ডিআইজি হাবিবুর রহমান ও যুগ্ম-সম্পাদক পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মোঃ মোজাম্মেল হক।

ইত্তেফাক/আরআই