বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অ্যাতলেটিকো কোচ সিমিওনে করোনায় আক্রান্ত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২০:১৬

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে। ক্লাব সূত্র শনিবার এই তথ্য নিশ্চিত করেছে।

৫০ বছর বয়সী সিমিওনে বাড়িতে আইসোলশনে আছেন। তার মধ্যে কোনো ধরনের উপসর্গ নেই। মাদ্রিদ থেকে কিছুটা দুরে লস এ্যাঞ্জেলস ডি সান রাফায়েলে প্রাক-মৌসুম সফর কাটিয়ে অ্যাতলেটিকো ফিরে আসার পর বৃহস্পতিবার সকল খেলোয়াড় ও কোচিং স্টাফের করোনা পরীক্ষা করা হয়। এরপর আবারও শুক্রবার আরও কিছু পরীক্ষার পর সিমিওনের দেহে করোনার অস্তিত্ব ধরা পড়ে।

শনিবার অনুশীলনে অনুপস্থিত ছিলেন সিমিওনে। আগামী ২৭ সেপ্টেম্বর গ্রানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে অ্যাতলেটিকো। তার আগে কিছুটা বাড়তি সময় তারা চেয়ে নিয়েছে।

শনিবার থেকে লা লিগার ২০২০-২১ মৌসুম শুরু হয়েছে। প্রথম ম্যাচে এইবার ও সেল্টা ভিগো গোলশুন্য ড্র করেছে। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এ্যাথলেটিকো মাদ্রিদ ও সেভিয়াকে বাড়তি কিছু সময় দেয়া হয়েছে। এর অর্থ হচ্ছে শীর্ষ চারটি ক্লাব প্রথম সপ্তাহে খেলতে নামছে না।

ইত্তেফাক/এএম