শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফিক্সিংয়ের অভিযোগে আমিরাতের দুই ক্রিকেটার নিষিদ্ধ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৬

আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পাতানোর দায়ে সংযুক্ত আরব আমিরাতে দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নিষিদ্ধ এই ক্রিকেটাররা হলেন ৩৮ বছর বয়সী মিডিয়াম পেসার আমির ও ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান আশফাক। আইসিসি তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।

এই দুই জন আইসিসির দুর্নীতি বিরোধী আইনের পাঁচটি ধারা লঙ্গন করেছে। দুই ক্রিকেটারকে নিষেধাজ্ঞার বিষয়টি রবিবার এক বিবৃতিতে জানিয়েছে আইসিসি। আমির ও আশফাকের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে আছে আন্তর্জাতিক ম্যাচ পাতানোর চেষ্টা, পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে সাহায্য না করা।

গত বছর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব চলাকালীন ৩৫ বছর বয়সী আশফাককে নিষিদ্ধ করে আমিরাত ক্রিকেট বোর্ড। আশফাক দেশের হয়ে খেলেছেন ১৬টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ। আমির খেলেছেন ৯ ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ। এই দুই ক্রিকেটারকে আগামী ১৪ দিনের মধ্যে আদালতে নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য বলা হয়েছে।

ইত্তেফাক/এসআই