বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেসির সঙ্গে আর দ্বন্দ্বে জড়াতে চান না ক্লাব সভাপতি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২০:৩০

দীর্ঘদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি। অনেক রশি টানাটানির পরও বার্সেলোনা ছাড়তে পারেননি দলটির প্রাণভোমড়া মেসি। এবার সেই ইস্যুতে মুখ খুললেন ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।  এবার তিনি মেসির সঙ্গে শান্তি স্থাপন করতে চান। 

মেসি বার্সেলোনা ছাড়তে চেয়ে ব্যুরোফ্যাক্স পাঠানোর পর থেকে অনেকটা জল ঘোলা হয়েছে ফুটবল অঙ্গনে। সব কিছুর মধ্যেই নিশ্চুপ ছিলেন সভাপতি। মেসি তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগও এনেছিলেন, তবুও মুখ খোলেননি বার্তোমেউ। শেষ পর্যন্ত এক সাক্ষাৎকারে কিছুদিন ধরে বার্সেলোনায় ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। এর বড় অংশ জুড়েই ছিলেন মেসি। দলের সেরা এই তারকার সঙ্গে লড়াইয়েও যেতে চান না বলে জানিয়েছেন বার্তোমেউ।

শনিবার কাতালান এক টিভিকে দেয়া সাক্ষাৎকারে মেসির সঙ্গে নতুন করে লড়াইয়ে যেতে চান না বলে উল্লেখ করেন বার্তোমেউ।
তিনি বলেন, 'সভাপতি হিসেবে আমি মেসির সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াব না। মেসি আমাদের অধিনায়ক, আমাদের নেতা। সমস্যা মিটে গেছে। যা বলার ছিল বলা হয়েছে। আমি বিশ্বের সেরা খেলোয়াড়কে যেতে দিতে পারি না। তাকে দলের প্রয়োজন, তার মাধ্যমে সাফল্যের নিশ্চয়তা পাওয়া যায়।'

ইত্তেফাক/এসআই