শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৭

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্থবির ছিলো বিশ্ব ক্রীড়াঙ্গন। তবে সেই সঙ্কট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফিরছে ক্রীড়া আসরগুলো। ক্লাব ফুটবলের পাশাপাশি এরইমধ্যে ইংল্যান্ডের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটও ফিরেছে। মাঠে কাঁপাচ্ছে ভারতের জনপ্রিয় প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবার পাকিস্তানের মাটিতেও ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী মাসেই পাকিস্তানের মাটিতে সফরে যাচ্ছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। 

সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মুলতান আর টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। ৩০ অক্টোবর মুলতানে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। সিরিজটির জন্য এরইমধ্যে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ২৫ সদস্যের দলও ঘোষণা করেছে।

এই তিনটি ওয়ানডে ম্যাচ আইসিসির ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। সূচি অনুযায়ী প্রথমে রয়েছে ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে ৩০ অক্টোবর, দ্বিতীয় ওয়ানডে ১ নভেম্বর ও তৃতীয় ওয়ানডে ৩ নভেম্বর। এরপর টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে ৭ নভেম্বর। দ্বিতীয়টি ৮ ও তৃতীয়টি ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/এসআই