শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টেনিসকে বিদায় জানাচ্ছেন অ্যান্ডি মারে

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১২:৩৬

ইনজুরির জন্য টেনিসকে বিদায় জানাচ্ছেন গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের পরই টেনিসকে থেকে অবসর নেবেন তিনি।

মারে বলেন, ‘এমন ইনজুরি নিয়ে আরো চার-পাঁচ মাসও খেলতে পারব কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই। উইম্বলডনে গিয়েই থামতে চেয়েছিলাম। কিন্তু তা হচ্ছে না। অস্ট্রেলিয়ান ওপেনের পরেই টেনিসকে বিদায় জানাতে হচ্ছে।’

মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে মারে বলেন, ‘অসহনীয় ব্যথা অনুভূত হচ্ছে। বেশ কিছু সীমাবদ্ধতা নিয়ে বামাকে খেলতে নামতে হয়। সীমাবদ্ধ ও ব্যথার কারণে প্রতিযোগিতা ও অনুশীলনে আমি পুরোপুরি মনোনিবেশ করতে পারছি না।’

আরো পড়ুন: বিপাকে রোনালদো , ডিএনএ পরীক্ষার নির্দেশ পুলিশের

২০১৩ সালে ক্যারিয়ারে প্রথমবারের মত উইম্বলডনের শিরোপা জয় করেন মারে। প্রথম ব্রিটিশ হিসেবে ৭৭ বছর পর উইলম্বডন শিরোপা জিতেছিলেন মারে। টেনিস ক্যারিয়ারে তিনবার গ্র্যান্ড স্লাম জয় করেছেন তিনি। দু’টি উইলম্বন ও একটি ইউএস ওপেনের।

ইত্তেফাক/মোস্তাফিজ