শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিলেটেকে ১৭৪ রানের টার্গেট দিল ঢাকা ডায়নামাইটস

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২০:৪৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম ম্যাচে সিলেট সিক্সার্সকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দলটি।  ইনিংসের নির্ধারিত ২০ ওভার শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ১৭৩ রান।

ব্যাট হাতে  ঢাকার ওপেনার হজরতউল্লাহ জাজাই ব্যক্তিগত ৪ রানে এবং আরেক ওপেনার সুনীল নারাইন ২১ বলে ২৫ রানে বিদায় নেন। এরপর রনি তালুকদার ৩৪ বলে ৫টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন। অধিনায়ক সাকিবের ব্যাট থেকে আসে ১৭ বলে ২৩ রান। এছাড়াও কাইরন পোলার্ড ৩, আন্দ্রে রাসেল ৫, শুভাগত হোম ০ রানে সাজঘরে ফেরেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আর নাইম শেখের জুটি স্কোরবোর্ডে যোগ করেন আরো ৪৮ রান। সোহান ১৮ এবং নাইম ২৫ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুনঃ সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

১৫তম ওভারে সিলেটের পেসার তাসকিন আহমেদ ৪ ওভারে ২১ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। একটি করে উইকেট পান সোহেল তানভীর, আল আমিন হোসেন, অলোক কাপালি, আফিফ হোসেন।

ইত্তেফাক/জেডএইচডি