শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডি ভিলিয়ার্সও চাপে পড়েন!

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ০৬:৫০

এবি ডি ভিলিয়ার্স ছন্দে থাকলে পাত্তা পায় না কোনো বোলারই। কিন্তু নিজেই বলছেন, বোলারদের তিনি দারুণ সম্মান করেন। দাবি করলেন, কখনো কখনো তিনিও চাপে পড়ে যান।

আইপিএলে শনিবার ২২ বলে ৫৫ রানের বিধ্বংসী এক ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জিতিয়েছেন ডি ভিলিয়ার্স। এবারের আইপিএলে এর আগে ৩৩ বলে ৭৩, ২৪ বলে ৫৫, ৩০ বলে ৫১ রানের ইনিংস তিনি খেলেছেন। তার ব্যাটিংয়ে ভয়ডরের চিহ্ন চোখে পড়ে না কখনোই। ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রচণ্ড নার্ভাস ও অস্থির হই আমি। আরও অনেক কিছু হয়ে যায় ভেতরে।’

তিনি আরও বলেন, ‘আমি চেষ্টা করি চাপ লুকাতে। সত্যি বলতে, আমিও ভীষণ চাপ অনুভব করি। যে কোনো ক্রিকেটারই এসব মুহূর্তে চাপে থাকে। নিজের পারফরম্যান্সে আমি গর্ব খুঁজে নেই। দলের জয়ে বড় অবদান রাখতে চাই। ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষকে দেখাতে চাই, আমি এখানে আছি উপযুক্ত কারণেই। তাদের আস্থার প্রতিদান দিতে চাই।’

ম্যাচ শেষে অধিনায়ক কোহলির প্রশংসাও পেলেন ভিলিয়ার্স। কোহলি বলেন, ‘বোলার কে, এটা কোনো ব্যাপারই নয়, এবি যা করার করবেই। আমার চোখে সে আইপিএলের সবচেয়ে প্রভাব বিস্তারকারী ক্রিকেটার।’

ইত্তেফাক/জেডএইচডি