মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অবশেষে বার্সা সভাপতি বার্তোমেউয়ের পদত্যাগ

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১০:৪৭

অবশেষে পদত্যাগ করলেন বার্সেলোনা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোমেউ। বলা যায়, অনাস্থা ভোটে পদ হারানো প্রায় নিশ্চিত হওয়ায় বাধ্য হয়েই পদত্যাগ করলেন তিনি। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে এক জরুরি বৈঠকের পর পুরো বোর্ডই সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখন অন্তর্বর্তীকালীন বোর্ডের অধীনে নতুন নির্বাচন আয়োজন করবে বার্সেলোনা।

অনাস্থা ভোটে এরই মধ্যে প্রায় ২০ হাজার ভোটার বার্তোমেউর বিপক্ষে রায় দিয়েছিলেন। অনাস্থা ভোট এড়াতে বার্তোমেউ-এর দরকার ছিল মাত্র এক তৃতীয়াংশ ভোট। পদ থেকে সরে দাঁড়ানোর পর এখন নতুন করে ঝামেলার সম্মুখীন হতে পারেন বার্তোমেউ। ক্লাবের অর্থনৈতিক সঙ্কটের দায়ে মামলা হতে পারে তার বিরুদ্ধে।

২০১৪ সালের শেষদিকে বার্সা সভাপতির দায়িত্ব গ্রহণ করেন বার্তোমেউ। পরে দুই দফায় একই পদে নির্বাচিত হন তিনি। বার্তোমেউ বোর্ডের মেয়াদ ফুরোনের কথা ছিল আগামী বছর মার্চে।

ইত্তেফাক/এএম