শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী প্রদত্ত ২২ লাখ টাকার চেক পেলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২১:০৪

আজ বৃহস্পতিবার সচিবালয়ে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কৃতী খেলোয়াড় মোঃ নুরুল ইসলামের হাতে তাঁর চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য প্রধানমন্ত্রী প্রদত্ত বাইশ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল ।

বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরের ৩ নং সাব সেক্টরে উপ অধিনায়কের দায়িত্ব পালন করেন এবং পাকবাহিনীর সাথে বীরত্বের সাথে যুদ্ধ করেন । তাছাড়া ময়মনসিংহে জন্ম গ্রহণকারী এই বীর মুক্তিযোদ্ধা একজন সফল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক।  তিনি  ফুটবল, ব্যাডমিন্টন ও দাবা খেলাতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

চেক গ্রহণকালে মোঃ নুরুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি সবিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেনসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এসআই