শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অবশেষে করোনামুক্ত রোনালদো

আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ২১:৫৭

ক্রিশ্চিয়ানো রোনালদো প্রায় ১৯ দিন করোনা পজেটিভ থাকার পর অবশেষে করোনামুক্ত হয়েছেন। গত শুক্রবার জুভেন্টাস কর্তৃপক্ষ এক বিবৃতিতে ব্যাপারটি জানায়।  

 

বিবৃতিতে বলা হয়, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর ডায়াগনস্টিক পরীক্ষা করা হয়েছে। ফলাফল নেগেটিভ এসেছে। যার ফলে ১৯ দিন পর খেলোয়াড়টি করোনামুক্ত হয়েছেন। তার এখন আর হোম আইসোলেশনে থাকতে হবে না।’ 

আরো পড়ুন : হুয়েস্কাকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল 

করোনাক্রান্ত হওয়ার কারণেই ৩৫ বছর বয়সী এ তারকা বার্সেলোনার বিপক্ষে বহুল আকাঙ্ক্ষিত ম্যাচে খেলতে পারেননি, দলও ম্যাচটা হেরেছে ২-০ গোলে। লিগেও রোনালদোহীন জুভেন্টাস ধুঁকেছে বেশ। হেরেছে ক্রোতোনে ও ভেরোনার বিপক্ষে।  রবিবার স্পেজিয়া ম্যাচ দিয়েই ফেরার সম্ভাবনা আছে তার।
 

 

ইত্তেফাক/ইউবি