শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘আমরা ড্রাফটে কিছু ভুল করেছি’

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ০৭:১২

বঙ্গবন্ধু টি-২০ কাপে পাঁচ দলের শক্তিমত্তার খুব বড় ব্যবধান নেই। একমাত্র জেমকন খুলনাই কিছুটা এগিয়ে। বাকি চার দল প্রায় কাছাকাছি মানের। কিন্তু সেখানেও মানদণ্ডে ফরচুন বরিশালকে পিছিয়ে রাখছেন অনেকে। ব্যাটিংয়ে অধিনায়ক তামিম ইকবালই দলটির বড় ভরসা। অভিজ্ঞ ব্যাটসম্যানের অভাব আছে দলে।

পিএসএল থেকে ফিরে গতকাল মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে এসেই তাই তামিমকে বরিশাল দলটির শক্তিমত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো। রাখঢাক না রেখে এই বাঁহাতি ওপেনারও বুঝিয়ে দিয়েছেন দল নিয়ে সন্তুষ্ট নন। অকপটে বলেছেন, প্লেয়ার্স ড্রাফটে কিছু ভুল হয়েছে দল গঠনের সময়। ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, আফিফ হোসেনদের ওপর ভরসা করলেও তামিম মনে করেন, টুর্নামেন্টে ভালো কিছু করতে হলে আউট অব দ্য বক্স খেলতে হবে বরিশালকে।

গতকাল তামিম বলেছেন, ‘কোনো সন্দেহ নেই আমরা ড্রাফটে কিছু ভুল করেছি। এটাতে কোনো সন্দেহ নাই। এটার সঙ্গে এটাও বুঝতে হবে। ক্রিকেট ইজ অ্যান আনসারটেইন গেইম এখন হয়তো। আমার দলে এমন কিছু প্লেয়ার আছে যাদের আমরা হয়তো কেউ কাউন্ট করছি না। কিন্তু তাদের সবাই দারুণ টুর্নামেন্ট কাটতে পারে। যে কোনো কিছু হতে পারে।’

টুর্নামেন্টে সফল হতে হলে দলের প্রত্যেক ক্রিকেটারকে সামর্থ্যের সেরাটা খেলতে হবে। বরিশালের অধিনায়ক তামিম এমনটাই মনে করেন। তিনি বলেছেন, ‘আমার যে স্কোয়াডটা আছে। আমাদের যদি সফল হইতে হয়, আউট অব দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। সবসময় যেমন পরিকল্পনা করে খেলি, সেভাবে জেতাটা কঠিন হবে। আমাদের যে রিসোর্স আছে যদি আমরা একটু আউট অব দ্য বক্স চিন্তা, অন্য দলকে সারপ্রাইজ করতে পারি। তাহলে অবশ্যই সম্ভব।’

আরো পড়ুন: শুল্কায়ন দ্রুত করতে অগ্রগতি নেই চট্টগ্রাম কাস্টম হাউজের

বিসিবি প্রেসিডেন্টস কাপে ভালো করা ইরফান শুক্কুর, আফিফ, তৌহিদ হূদয়দের দিকেই তাকিয়ে আছেন তামিম। গতকাল তিনি বলেছেন, ‘ইরফান খুব ভালো একটা টুর্নামেন্ট কাটিয়েছে। তৌহিদ হূদয়কে আমি টি-২০ তে দেখার অপেক্ষায় আছি। কিন্তু সে ভালো খেলোয়াড়। ওদের দায়িত্ব নিতে হবে আমার এমন একটা টিম যে সিনিয়র জুনিয়র নাই। আমার টিমে যদি সিনিয়র জুনিয়র নিয়ে চিন্তা করেন, হয়তো আমিই একমাত্র অভিজ্ঞ। যদি আপনি সফল দল হতে চান, বিশেষত এই দল। আমি তেরো বছর খেলেছি অন্যরা দুই বছর খেলেছে এটা কোনো ম্যাটার না।’