বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু আজ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের লোগো।
অনলাইন ডেস্ক০০:৪৫, ২৪ নভেম্বর, ২০২০ | পাঠের সময় : ০.৫ মিনিট
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে আবারো ঘরোয়া আসরের উন্মাদনায় মেতে উঠছে দেশের ক্রিকেটাররা। পাঁচটি দলকে নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পর্দা উঠছে আজ।
প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল।
টুর্নামেন্টের সকল ম্যাচ ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ টেলিভিশন এবং দেশের নতুন স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।
ইত্তেফাক/এমআর