বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাবিনার ২৫০

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০৬:০০

জাতীয় দলের স্ট্রাইকার সাবিনা খাতুন নারী ফুটবলে অসাধারণ এক কীর্তি অর্জন করেছেন নিজের নামের পাশে ২৫০ গোলের রেকর্ড গড়েছেন তিনি তার যে রেকর্ড ভাঙার সুযোগ আর কোনো নারী ফুটবলার পাবেন কিনা, বলা কঠিন তবে স্বাধীনতার পর নারী ফুটবলে এটাই প্রথম কোনো রেকর্ড যিনি ক্যারিয়ারে ২৫০ গোল করলেন

সাবিনা খাতুন বসুন্ধরা কিংসের জার্সি গায়ে এখন নারী ফুটবল লিগ খেলছেন গতকাল কমলাপুর স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ১২- গোলে স্পার্টন এমকে গ্লাকটিকো সিলেট এফসির বিপক্ষে জয় পায় সেই ম্যাচে দুটি হ্যাটট্রিকও হয়েছে চারটি গোল করেছেন কৃষ্ণা রাণী সরকার, সাবিনা খাতুন তিনটি, মৌসুমী দুই, তহুরা, মারিয়া, শিউলী একটি করে গোল করেন ম্যাচের প্রথমার্ধের ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সেই সঙ্গে তিনি ২৫০ গোলের মালিক হন

এখানে বলতে হয়, এই ২৫০ গোল শুধুই ঘরোয়া লিগ থেকে আসেনি চলতি নারী ফুটবল লিগে বসুন্ধরার হয়ে ম্যাচে ২১ গোল করেলেন সাবিনার ফুটবল ক্যারিয়ারে যখন যেখানে খেলেছেন সেসব ম্যাচের গোলের হিসাব ধরে ২৫০ গোল হয়েছে সংবাদ মাধ্যমকে সাবিনা জানিয়েছেন তিনি ২৫০ গোলের অপেক্ষায় ছিলেন দারুণ খুশি হয়েছেন নিজের নামের পাশে ২৫০ গোল লেখা থাকবে দেখে

আরো পড়ুন : মেসি প্রশ্নে বিরক্ত গ্রিজমান

বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন ৭০ দশকের শেষ প্রথম বার পেশাদার ফুটবলার হিসেবে হংকংয়ের লিগে খেলতে গিয়েছিলেন আর নারী ফুটবলে সাবিনা খাতুনই প্রথম বিদেশের মাঠে ফুটবল খেলতে গিয়ে প্রথম নারী পেশাদার ফুটবলারের ইতিহাসে নাম লেখান সাবিনার পথ ধরে গোলকিপার সাবিনা, মিরোনা মালদ্বীপে খেলার সুযোগ করে নেন সাতক্ষীরার কন্যা সাবিনা খাতুন দুই বার মালদ্বীপের ফুটবলে খেলেছেন মালদ্বীপে ২২ গোল করেছিলেন মালদ্বীপের পর ভারতেও খেলতে গিয়েছিলেন তিনি সেখানে ছয় গোল করেন বিজেএমসি, আনসার, শেখ জামাল ধানমন্ডি ক্লাব মোহামেডান, নিজ জেলা সাতক্ষীরা সর্বশেষ বসুন্ধরা কিংসের জার্সি গায়ে গোলের পর গোল করেছেন সাবিনা স্বাধীনতার পর নারী-পুরুষ ফুটবলে এই প্রথম কোনো নারী ফুটবলার গোলের ইতিহাস করেছেন আন্তর্জাতিক ফুটবল এবং ঘরোয়া ফুটবল সব মিলিয়ে সাবিনা খাতুন ২৫০ গোলের অনন্য রেকর্ড গড়েছেন

 

 

ইত্তেফাক/এসি