শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তান দলে আরও করোনা শনাক্ত

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২১:১৫

নিউজিল্যান্ড সফররত পাকিস্তান দলে আরও একজন করোনাক্রান্ত হয়েছেন। এ নিয়ে সফররত দলের করোনা আক্রান্ত ক্রিকেটারের সংখ্যা গিয়ে দাঁড়ালো সাতে। নতুন করোনা আক্রান্ত সদস্যের নাম এখনো জানা যায় নি। একে কোভিড প্রটোকল মানতে গাফিলতির ফল আখ্যা দিয়ে পাকিস্তানকে হুশিয়ারি দিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে পাকিস্তান উইকেটরক্ষক সরফরাজ আহমেদ, পেসার নাসিম শাহ, রুহেল খান, মোহাম্মদ আব্বাস, আবিদ আলী এবং দানিশ আজিজ করোনাক্রান্ত হয়েছিলেন। এরপরই পাকিস্তানকে জানিয়ে দেয়া হয়েছিল, আবার কেউ নিয়ম মানতে অবহেলা করলে সম্পূর্ণ দলকেই দেশে পাঠিয়ে দেয়া হবে। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান কার্যনির্বাহী ওয়াসিম খান দলের সদস্যদেরকে বিশেষভাবে অনুরোধ করেছেন প্রটোকল মেনে চলার জন্য। নিয়মে অবহেলার জন্য তাদেরকে দেশে ফেরত পাঠানো হলে সেটা জাতির জন্য ‘খুবই লজ্জাজনক’ হবে বলে জানান তিনি। ষষ্ঠ ও দ্বাদশ দিনে পাকিস্তান দলকে আরও দুইটি কোভিড টেস্ট পার করতে হবে। এই দুইটি টেস্টে নেগেটিভ আসলে, তবেই মিলবে কোয়ারেন্টাইন থেকে মুক্তি। আগামী ১৮ ডিসেম্বর প্রথম টি টোয়েন্টি দিয়ে মাঠে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

ইত্তেফাক/এসআই