শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চুক্তিতে ফিরছেন সাকিব

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১০:৫৯

গত অক্টোবরের শেষের দিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান সাকিব আল হাসান। তাই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এখন আর বাধা নেই তার। এবার জানা গেলো, দ্রুতই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, জাতীয় দলের জার্সি গায়ে চাপালেই চুক্তিতে চলে আসবেন সাকিব। সবার ক্ষেত্রে যা হয়, ঠিক তাই হবে। সাকিব যখন বাংলাদেশের হয়ে খেলবে, তখন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে চলে আসবে। এটাই স্বাভাবিক নিয়ম।

আকরাম খান না বললেও সাকিব যে আগামী জানুয়ারিতেই বিসিবির চুক্তিতে ফিরছেন সেটা বুঝার বাকি নেই কারো। কারণ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওই সময় বাংলাদেশে আসার কথা ওয়েস্ট-ইন্ডিজ ক্রিকেট দলের। এজন্য সম্প্রতি ঢাকা থেকে ঘুরে গেলো ক্যারিবিয়ান প্রতিনিধি দল। মহামারি করোনাভাইরাস নিয়ে স্বাগতিকরা কতটুকু সতর্ক, সেটা পর্যবেক্ষণ করাই ছিলো তাদের আসার মূল কারণ।

ইত্তেফাক/টিআর