শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সফর সংক্ষিপ্ত করতে চায় ওয়েস্ট-ইন্ডিজ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৩:৫৫

প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারির কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি বাংলাদেশের। অবশ্য সে অপেক্ষা আর কিছুদিনের। আগামী জানুয়ারীতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। কিন্তু এর আগেই জানা গেল, আসন্ন সফর সংক্ষিপ্ত করতে চায় ক্যারিবিয়রা।

সফরসূচী অনুযায়ী, তিনটি করে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি হওয়ার কথা। সফরে টি-টোয়েন্টি খেলতে রাজি নয় ওয়েস্ট ইন্ডিজ। সেইসঙ্গে একটি টেস্ট ম্যাচ কমানোর আর্জিও জানিয়েছে তারা। এর মূল কারণ আগামী বছরে বেশ ব্যস্ত সময় পার করতে যাচ্ছে ক্যারিবীয়রা। যার কারণে বাংলাদেশ সফরটি তারা সংক্ষিপ্ত করতে চাইছে।

কিছুদিন আগে আগে ঢাকা থেকে ঘুরে গেল ক্যারিবিয়ান প্রতিনিধি দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোভিড প্রটোকলে সন্তুষ্ট তারা। এরপরও আসন্ন সফরের জন্য এখনও সূচি ঘোষণা করেনি ক্রিকেট ওয়েস্ট-ইন্ডিজ (সিডব্লিউআই)।

ইত্তেফাক/টিআর