শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাতীয় হকি দল ঘোষণা

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২১:৪৩

মার্চে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ১১-১৯ মার্চ ঢাকায় খেলা হবে। জাপান, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশ লড়াই করবে সিঙ্গেল লিগের এই টুর্নামেন্টে। শক্তিশালী টুর্নামেন্টে খেলতে রবিবার হকি ফেডারেশন ৩২ জনের প্রাথমিক দল ঘোষণা করে। এখান থেকে চূড়ান্ত দলে ১৮ জনকে রাখা হবে, জানিয়েছেন জাতীয় দলের কোচ মাহবুব হারুন। 

৩২ জনের ১৮ জনই অনূর্ধ্ব-২১ হকি দলের অনুশীলনে ছিল। তাদেরকে নেয়া হয়েছে যেন এই খেলোয়াড়রাও অনুশীলনের মধ্যে থাকেন। জাতীয় দলে ঢোকার সম্ভাবনা যাদের রয়েছে তাদেরকেই নিয়েছে সিলেকশন কমিটি। ডাক পাওয়া নতুনরা হলেন নয়ন, তপু, রাকিন, দেবাশিষ। সিনিয়রদের মধ্যে বাদ পড়েছেন কামরুজ্জামান রানা এবং ইমরান হাসান পিন্টু। 

প্রাথমিক দলে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন: অসিম গোপ, আবু সাঈদ নিপ্পন, বিপ্লব খুজুর, নুরুজ্জামান নয়ন (গোলকিপার), রক্ষণভাগে খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিতুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, মনোজ বাবু, শফিউল আলম শিশির, সারোয়ার মোর্শেদ শাওন, খালেদ মাহমুদ রাকিন। মধ্যমাঠে সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইম উদ্দিন, ফজরে হোসেন রাব্বী, হাসান জুবায়ের নিলয়, আবেদ উদ্দিন, রাজু আহমেদ তপু। আক্রমনভাগে রাসেল মাহমুদ জিমি, মিলন হেসেন, মাইনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, রকিবুল হাসান, পুস্কর খিসা মিমো, রাজিব দাস, দেবাশিষ কুমার রায়।  

ইত্তেফাক/এসআই