শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেসি-রোনালদো যুগলবন্দি হতে পারত বার্সায়

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০৬:১৫

রোনালদিনহোর বদলে ২০০৩-০৪ মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভেড়াতে পারতো বার্সেলোনা তবে তরুণ রোনালদোকে না এনে কিংবদন্তি ব্রাজিলিয়ানের ওপরই ভরসা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন লাপোর্তা নিজেই

আরো পড়ুন: করোনা আক্রান্তরা নেগেটিভ হলেই সুস্থ নয়

টুইটারে দেওয়া এক বার্তায় সাবেক প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী লাপোর্তা বলেন, ‘তখন আমরা সবাই রোনালদিনহো রাফায়েল মার্কেজকে কিনতে যাচ্ছি মার্কেজের লোকজন হুট করে আমাদেরকে বললো, সঙ্গে রোনালদোকেও নিতে রোনালদো তখনো স্পোর্টিং ক্লাবে ছিল রোনালদোকে তারা ১৯ মিলিয়নে বিক্রি করছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তবে আমরা চাইলে ১৭ মিলিয়নেই রাজি হবে তারা কিন্তু রোনালদিনহোকে কিনার সিদ্ধান্ত এরইমধ্যে নিয়ে নিয়েছি আমরা আর রোনালদো তখন উইংয়ে খেলতো, যেখানে আমাদের কোনও নতুন খেলোয়াড়ের দরকার ছিল না তাই রোনালদোকেনাকরে দিয়েছিলাম, এবং নিয়ে কোনও অনুশোচনা নেই আমার

 

ইত্তেফাক/ইউবি