বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আবারও ধাক্কা ক্যারিবীয় শিবিরে

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১২:২৯

বাংলাদেশের বিপক্ষে এখনও সিরিজ শুরু হয়নি ওয়েস্ট ইন্ডিজের। তার আগেই ধাক্কা খেলো উইন্ডিজ শিবিরে। করোনা ভাইরাসে আক্রান্ত হলেন তাদের ওয়ানডে দলের সদস্য হেইডেন ওয়ালশ। এর আগে দেশে থাকতেও ক্যারিবীয়দের দুই ক্রিকেটারের দেহে প্রাণঘাতী ভাইরাসটির নমুনা পাওয়া যায়। এজন্য তাদের রেখেই বিমানে চড়েন ক্রেইগ ব্রাথওয়েট, জেসন মোহাম্মদরা।

অবশ্য বাংলাদেশে এসে প্রথমবার করা করোনা টেস্টে বাকি সবার মতোই নেগেটিভ হন ওয়ালশ। তবে এর পরেই সমস্যা বাঁধে। সর্বশেষ টেস্টে দুবার পজিটিভ হওয়ায় এখন আসন্ন সিরিজ থেকেই ছিটকে গেলেন এই লেগ স্পিনার। এর আগে তার শরীরে কোনো উপসর্গ পাওয়া যায়নি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সেখানে জানানো হয়,  পজিটিভ আসায় ওয়ালশ এখন আইসোলেশনে আছেন। দলের সঙ্গে থাকা চিকিৎসক প্রেমানন্দ সিং তার দেখভাল করছেন। তবে বাকিরা নেগেটিভ। গত ১১ দিনে সবাই ৪ বার করে কোভিড টেস্টে অংশ নিয়েছে।

ইত্তেফাক/টিআর