শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

থাইল্যান্ডে কোয়ারেন্টাইন কালীন গলফ খেলতে পারবে ভ্রমণকারীরা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ০৪:০৬

থাইল্যান্ডে ভ্রমণকারীরা এখন থেকে কোয়ারেন্টাইনকালীন গলফ খেলতে পারবে বলে জানিয়েছে থাইল্যান্ড ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড (টিএটি)। সে জন্য তারা বিদেশী গলফারদের কোয়ারেন্টাইনে থাকার জন্য ছয়টি রিসোর্ট সরকার কর্তৃক অনুমোদন দেয়া হয়েছে। তাই এখন থেকে কোয়ারেন্টাইনের মাঝে দর্শনার্থীরা তাদের ঘরের মধ্যে না থেকে রিসোর্টগুলির চারপাশে ঘুরে বেড়াতে এবং গলফ খেলতে সক্ষম হবে।

বিদেশী গলফারদের কোয়ারেন্টাইনে থাকার জন্য ছয়টি রিসোর্ট সরকার কর্তৃক অনুমোদন দেয়া হয়েছে সেগুলোর অবস্থান হলো ব্যাংককের পশ্চিমের কাঞ্চন বাড়িতে তিনটি। ব্যাংককের উত্তরে নাখন নায়কের একটি। থাইল্যান্ডের রাজধানীর দক্ষিণে পেটচাবুরিতে রয়েছে একটি। এবং দেশের উত্তরে চিয়াং মাইতে একটি রিসোর্ট রয়েছে।

থাইল্যান্ডে পর্যটখাত একটি বড় শিল্প যা তাদের আয়ের অন্যতম উৎস। জানা যায় থাইল্যান্ডে ২০১৯ সালে ৪০ মিলিয়ন পর্যটক  অবস্থান করেছিল তারা সে সময় প্রায় ৬৩.৪ বিলিয়ন ব্যয় করেছে।

 

 ইত্তেফাক/এনএ