শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জয়ের ধারায় থাকতে চায় ঢাকা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০৯:৩৮

পয়েন্ট তালিকায় প্রথম দুটি স্থান ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। পয়েন্ট তালিকাকে শেষ কথা মানলে এটা মানতে হবে যে, আজ লিগের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে। কারণ, আজ দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হচ্ছে ঢাকা ও চিটাগং।

সিলেটে অনুষ্ঠিত শেষ ম্যাচে খুলনার বিপক্ষে বিশাল স্কোর করে জয় পেয়েছে চিটাগং। আজও তারা সেই ধারা ধরে রাখতে চাইবে। অন্যদিকে ৬ ম্যাচে ৫ জয় পাওয়া ঢাকার উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান বলছিলেন, তারা যে জয়ের গতিতে আছেন সেই গতিটা ধরে রাখতে চান আজকের ম্যাচেও।

সোহান জয়-পরাজয়ের চেয়ে ভালো খেলার ওপর বেশি গুরুত্ব দিতে চাইলেন। তার মতে ভালো খেললে ফল এমনিতেই পক্ষে আসবে, ‘বিপিএলে সব দলই কমপিটিটিভ টিম। টি-টোয়েন্টিতে যেই দিন যেই দল ভালো খেলে তারাই জিতে। আমরা আশা করব, যে যেই মোমেমটামে জিতে আসছি, সেটাই কন্টিনিউ করতে। ভালো পারফর্ম করলে অবশ্যই ভালো রেজাল্ট হবে।’

সোহান স্বীকার করছেন যে, তাদের দলের অবস্থা এমনিতেই খুব ভালো যাচ্ছে। দেশি-বিদেশি সবাই ভালো পারফর্ম করছেন, এ অবস্থায় তার চাওয়া- অবস্থাটা ধরে রাখা, ‘আমাদের জন্য সময়টা ভালো যাচ্ছে। যে যেখানে আছে সেখানেই পারফর্ম করছে। দেশি বলেন, বিদেশি বলেন অবস্থা অনুযায়ী পারফর্ম করা। যারা লোকাল বিদেশি আছে, সবাই ওই কাজটাই করছে। সামনেও করার চেষ্টা থাকবে।’

আরও পড়ুন: ‘নিজেকে প্রমাণ করেই বলিউডে টিকতে হয়েছে’

তবে নিজেদের নিয়ে সন্তুষ্ট থেকে তৃপ্তিতে ভাসতে চান না সোহান। তিনি বরং বলছেন, চিটাগং ভালো দল। তাদেরও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ক্ষমতা আছে, ‘ভাইকিংস অবশ্যই ভালো দল। ওরা ব্যাট করছে, ভালো ফিল্ডিং সাইড দলটি। কাল যারা ভালো করতে পারবে, সিচুয়েশন অনুযায়ী যেটা ডিমান্ড করার সেটা যারা ভালো করতে পারবে তারাই ভালো করবে।’

চিটাগংয়ের কথা বলতে গিয়ে ইতোমধ্যে এবারের বিপিএলে দুই দুটি ফিফটি করে ফেলা মুশফিকের কথা বিশেষভাবে উল্লেখ করলেন সোহান, ‘টি-টোয়েন্টিতে সবচেয় গুরুত্বপূর্ণ হলো টিম কম্বিনেশন ও মোমেমটাম। আমার মনে হয়, ওদের ভালো মোমেন্টাম যাচ্ছে। মুশফিক ভাই আছে, প্রতিটা ম্যাচেই পারফরম করছে। যেটা সবচেয়ে বড় কথা তারা ভালো খেলছে।’

ঢাকা-চিটাগংয়ের এই লড়াইয়ের মধ্যে সোহানের নিজস্ব কিছু ভাবনা করার জায়গাও আছে। তিনি বিদেশিদের দাপটেই এখনও নিজের পছন্দমতো জায়গায় ব্যাট করার সুযোগ পাচ্ছেন না। সোহান বলছেন, এ নিয়ে তিনি ভাবেন না। দলের যাতে ভালো হয়, তিনি তাই করতে রাজি আছেন, টিমের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পরট্যান্ট। আমি দেখেছি যে, টিমের চিন্তা না করে নিজের চিন্তা করলে আমার জন্য ভালো হয় না। আমি ওই চিন্তা করিনি। আমার ভেতরের টিমের দরকারটাই সবার আগে আসে। দলের জন্য ১০ নম্বরে ব্যাট করলেও আমার কোনো অসুবিধা নেই।’

ইত্তেফাক/কেআই