শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতীয় দলের জন্য ‘বিশেষ পুরস্কার’ ঘোষণা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৫:৪২

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পাওয়ায় ভারতীয় ক্রিকেট দলের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা করেছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। 

চার ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করেছে সফরকারি ভারত। যদিও ভারতের দলে ছিলেন না বেশিরভাগ মূল তারকা ক্রিকেটাররা।

তরুণ এক দল নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতায় ভারত দলকে পুরস্কৃত করবে দেশটির ক্রিকেট বোর্ড। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঐতিহাসিক সিরিজ জেতায় ভারতীয় অঙ্কে ‘পাঁচ’ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

নিজের ফেরিফাইড টুইটারে টুইট করে পুরস্কারের বিষয়টি জানান গাঙ্গুলি। শুধু তাই নয় টুইটে আরও লিখেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি ভারত ক্রিকেটের ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এই টেস্ট জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋশভ পান্ট ও শুভমান গিল। ১৩৮ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন পান্ট এবং ১৪৬ বলে ৯১ রানের ইনিংস খেলেন গিল।

ইত্তেফাক/এসআই