বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১১:২০

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গত মার্চের পর এই প্রথম কোনো ওয়ানডে খেলছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

এর মধ্য দিয়ে ৩১৩ দিনের দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো বাংলাদেশ। এক দিকে নিয়মিত অধিনায়ক হিসেবে পথচলা শুরু করতে যাচ্ছেন তামিম, আর অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছেন সাকিব আল হাসান।

ওয়ানডে সিরিজের সব দিক বিবেচনা করেই ভারসাম্যপূর্ণ বাংলাদেশ দল ঘোষণা করেছেন নির্বাচকরা। এই ভারসাম্য একরকম দ্বিধায় ফেলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ হেড কোচ ফিল সিমন্সকে। স্বাগতিক স্কোয়াডের উপর ভিত্তি করেই উইকেটের চিত্র কেমন হবে সে নিয়ে আন্দাজ করে থাকে সফরকারীরা। কিন্তু এবার সেটা ভাবারই অবকাশ পাচ্ছেন না সিমন্স ১৮ সদস্যের বাংলাদেশ দলে চারজন মূল স্পিনারসহ পেসার আছেন ৬ জন। এতো পেসার থাকাটা যেমন চমকে দিচ্ছে সিমন্সকে ঠিক তেমনই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন স্পিনাররা।

ইত্তেফাক/জেডএইচডি