শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাকিব-মুস্তাফিজের আঘাতে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৪:৩০

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিবের ৩ ও মুস্তাফিজের ২ উকেট শিকারে পাঁচ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। বল হাতে শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 

আরও পড়ুন: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দলীয় দ্বিতীয় ও নিজের ব্যক্তিগত প্রথম ওভারের দ্বিতীয় বলেই ক্যারিবীয় ওপেনার সুনীল অ্যামব্রিসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কাটার মাস্টার।

৫ বলে এক ছক্কায় ৭ রান করেছিলেন অ্যামব্রিস। এরপর বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। বৃষ্টির পর আবারো বাংলাদেশ দলকে সাফল্য এনে দেন মুস্তাফিজ। দলীয় পঞ্চম ও নিজের তৃতীয় ওভারে জশুয়া দা সিলভাকে (৯) লিটনের ক্যাচ বানান ফিজ।

এদিকে, নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে পাঁচ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম ওভারে উইকেটের দেখা পান সাকিব।

ইত্তেফাক/এমআর/কেকে