শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলাদেশের টার্গেট ১২৩

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৫:১৫

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট করতে নেমে ১২২ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জিততে বাংলাদেশের টার্গেট ১২৩ রান।

দিনের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এরপর বোলিং প্রান্ত থেকে একের পর এক আঘাত আসতে থাকে ওয়েস্ট ইন্ডিজের ওপর। 

প্রথম ইনিংসে সুনীল আমব্রিস করেছেন ৭ রান, জোশুয়া ডা সিলভা ৯ রান, আন্দ্রে ম্যাকার্থি ১২ রান, জেসন মোহাম্মদ ১৭, এনক্রুমাহ বোনার ০, রভম্যান পাওয়েল ২৮, রেমন রেফার ০, আলজারি জোসেফ ৪, আকিল হোসেন ১ রান করেছেন। এছাড়াও কেমার হোল্ডার ০ রানে অপরাজিত রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান করেছেন কাইল মায়ার্স করেছেন ৪০ রান।

বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৭ ওভার ২ বলে ৮ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। মোস্তাফিজুর রহমান নিয়েছেন ২ উইকেট। ওয়ানডে অভিষেক হওয়া হাসান মাহমুদ নিয়েছেন ৩ উইকেট এবং মেহেদি হাসান নিয়েছেন ১ উইকেট।

ইত্তেফাক/জেডএইচডি