দাদি হারালেন জামাল

দাদির সঙ্গে জামালা ভূঁইয়া। ছবি: ফেসবুক
ইত্তেফাক অনলাইন ডেস্ক১২:৩০, ২১ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
দাদি হারিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বার্ধক্যজনিত কারণে গতকাল বুধবার সন্ধ্যায় তার দাদি হামিদা খাতুন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চংভাদেরা গ্রামের নিজ বাড়িতে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে হামিদা খাতুনের বয়স হয়েছিল ১০০ বছরেরও বেশি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানিয়েছেন জামাল ভূঁইয়া।
হামিদা খাতুনের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, নির্বাহী কমিটির সকল সদস্য, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারী শোক এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
ইত্তেফাক/টিআর