সাবিনাদের রান্নায় অলিভ অয়েল ব্যবহারের নির্দেশ

অনুশীলনে নারী ফুটবলাররা। ছবি: সংগৃহীত
স্পোর্টস রিপোর্টার০৩:০৯, ২২ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
নারী ফুটবলারদের খাবার নিয়ে অসন্তুষ্ট বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। তিনি নারী ফুটবলারদের খাবারের মান বাড়াতে নির্দেশ দিয়েছেন। সালাহউদ্দিন প্রায়দিনই নারী ফুটবলারদের খাবারের খোঁজ নেন।
বুধবারের ঘটনা আচমকা কী রান্না হয়েছে আনতে বলা হলে, খাবার দেখে ক্ষেপে যান বাফুফের সভাপতি। অতিমাত্রায় তেল মশলাযুক্ত এতো নিম্ন মানের খাবার দেখে বাবুর্চিকে ডেকে পাঠান। তার কোনো যুক্তিতর্ক ধোপে টেকেনি।
সোয়াবিন তেল দিয়ে রান্না হয় শুনে তেল বদলে দিতে নির্দেশ দেন। খাবার রান্নায় এখন থেকে অলিভ অয়েল ব্যবহারের নির্দেশ দিয়েছেন। নামী সুপারশপ থেকে উন্নতমানের অলিভ অয়েল এনে রান্না করতে বলা হয়েছে।