শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টস জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১১:২৬

‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হচ্ছে সফরকারীরা।

ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষেই সর্বোচ্চ টানা ছয়টি সিরিজ (২০০৬-২০১০) জিতেছিল বাংলাদেশ। উইন্ডিজদের বিরুদ্ধে শেষ দুটি সিরিজই (২০১৮ সালে) জিতেছে টাইগাররা। আজ সুযোগ টানা তৃতীয় সিরিজ জয়ের তথা হ্যাটট্রিক পূর্ণ করার। জিম্বাবুয়ে ছাড়া আর কোনো দলের বিরুদ্ধে টানা তিন সিরিজ জয়ের রেকর্ড নেই বাংলাদেশের।

আরও পড়ুন: জয়ের মিশন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ

গত বুধবার অনায়াস জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে তামিম বাহিনী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১১টায়।

প্রায় ১০ মাস পর ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের মিশনে নামার আগে গতকাল বিশ্রামে ছিলেন বেশির ভাগ ক্রিকেটার। ঐচ্ছিক হলেও অনুশীলনে এসেছিলেন তামিম, সাকিব, মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটাররা। গতকাল বিসিবি সূত্র জানিয়েছে, আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। উইনিং কম্বিনেশন ধরে রেখেই নামার কথা টাইগারদের।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জোশুয়া ডা সিলভা, জাহার হ্যামিল্টন, কেজর্ন ওটলি, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, রভম্যান পাওয়েল ও রেমন রেফার।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

ইত্তেফাক/জেডএইচডি