শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন বাংলাদেশি শাকের

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২০:১৭

বেশ প্রতিশ্রুতিশীল বাঁহাতি স্পিনারই ছিলেন শাকের আহমেদ। ২০০৯ সালে দেশের মাটিতে ইংল্যান্ড যুব দলের বিরুদ্ধে খেলেছেন। পরের বছর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যুব বিশ্বকাপ খেলেছেন। এমনকি ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট-এ ক্রিকেট খেলেছেন। ওই বছরই পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

সিলেটের এই তরুণের আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন নতুন দুয়ার খুঁজে পেয়েছে। আগামী মার্চে ওমানে তিন জাতি ওয়ানডে সিরিজের জন্য যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের ডাকা ৪৪ সদস্যের প্রাথমিক দলে আছেন বাংলাদেশি ক্রিকেটার শাকের আহমেদ। গত শনিবার দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: টি-১০ লিগে খেলবেন বাংলাদেশের ছয় ক্রিকেটার

দেশটির ঘরোয়া ক্রিকেটে শাকেরের ক্লাব ‘ক্রিকেট একাডেমি অব ড্রেটিয়ট’। মিশিগানের এই ক্লাবের হয়ে ভালো করেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। অধিনায়ক হিসেবে ক্লাবটিকে কয়েকটি শিরোপাও এনে দিয়েছেন শাকের। তিন জাতি সিরিজের চূড়ান্ত দলে তার টিকে যাওয়ার সম্ভাবনা প্রবল।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ১৭ টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৫ উইকেট ও ৬টি লিস্ট-এ ম্যাচে ৬ উইকেট রয়েছে তার। ঢাকা প্রিমিয়ার লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, জাতীয় লিগে সিলেট বিভাগের হয়ে খেলেছেন। 

আরও পড়ুন: এশিয়ান গেমসে ১৭ ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ

শাকের ছাড়াও ক্রিকেট খেলুড়ে দেশগুলোর অনেক প্রতিষ্ঠিত ক্রিকেটারই ডাক পেয়েছেন এই ক্যাম্পে। পাকিস্তানের সামি আসলাম, নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন, শ্রীলঙ্কার সিহান জয়াসুরিয়া, ওয়েস্ট ইন্ডিজের নারসিংহ দিওনারাইনের মতো ক্রিকেটাররা যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার আশায় রয়েছেন। 

ইত্তেফাক/এসআই