বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চট্টগ্রাম টেস্ট সিরিজে ইলিংওয়ার্থ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০৬:২৮

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে একমাত্র নিরপেক্ষ আম্পায়ার হিসেবে রিচার্ড ইলিংওয়ার্থের নাম ঘোষণা করেছে আইসিসি। গত পরশুই প্রথম টেস্টের শহর চট্টগ্রামে পা রাখেন এই ইংলিশ আম্পায়ার। করোনাকালে তিনিই প্রথম কোনো নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করবেন।

করোনাকালে ভ্রমণ জটিলতার কারণে নিরপেক্ষ আম্পায়ার থাকার আইনটি অস্থায়ীভাবে বাতিল করে আইসিসি। সে অনুযায়ী বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে সিরিজটি স্বাগতিক আম্পায়ারদের দ্বারাই পরিচালিত হয়। তবে এলিট প্যানেলে কোনো বাংলাদেশি আম্পায়ার না থাকায় টেস্ট সিরিজে এক জন নিরপেক্ষ আম্পায়ারকে পাঠানোর সিদ্ধান্ত নেয় আইসিসি।

চট্টগ্রামে এসে আপাতত কোয়ারেন্টাইনে আছেন ইলিংওয়ার্থ। বাংলাদেশের আইন অনুযায়ী যুক্তরাজ্য থেকে আগত ব্যক্তিকে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। তবে ইলিংওয়ার্থের কোয়ারেন্টাইন বিধি কমিয়ে আনতে সরকারের কাছে বিশেষ ব্যবস্থার আবেদন করেছে বিসিবি।

সিরিজের দুই টেস্টে ইলিংওয়ার্থের সঙ্গে ম্যাচ পরিচালনা করবেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। টেস্টে পঞ্চম বাংলাদেশি আম্পায়ার হিসেবে এই অভিজ্ঞতা হতে যাচ্ছে তার।

ইত্তেফাক/বিএএফ