শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশজুড়ে প্রতিভা বাছাই শুরু করছে বাফুফে

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২০:৩৪

দেশের তৃণমূল হতে খেলোয়াড় বাছাই করার উদ্যোগ নিয়েছে বাফুফে। অনূর্ধ্ব-১৫ বছর বয়সের খেলোয়াড় খুঁজে ঢাকায় এনে উন্নত প্রশিক্ষণ দেয়া হবে। বাফুফের ডেভেলপমেন্ট কমিটি এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আগামী ৩০ জানুয়ারি হতে বিভিন্ন জেলায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। বাফুফে জানিয়েছে, গোপালগঞ্জ হতে সেই কার্যক্রম শুরু হবে। পালাক্রমে এটি জেলা বিভাগ হয়ে ঢাকায় চূড়ান্ত বাছাই হবে। বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মেয়ে ফুটবলারদের জন্য যেভাবে দীর্ঘমেয়াদী ক্যাম্প করা হচ্ছে ঠিক সেভাবে ছেলেদের ফুটবল প্রশিক্ষণের জন্য ক্যাম্প করা হবে। সালাহউদ্দিন বয়স নির্ধারণে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। দেশজুড়ে বাছাই কার্যক্রম শেষ হয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি হবে চূড়ান্ত বাছাই।

নারী ফুটবলারদের অভিভাবকদের সম্মতি নিলো বাফুফে

যারা চূড়ান্ত বাছাইয়ে টিকবেন তাদেরকে একাডেমীতে রেখে উন্নত প্রশিক্ষণ দিয়ে ফিফা এবং এএফসি কাপের যেসব খেলা হবে সেখানে দল পাঠানো হবে। এখান থেকেই বিভিন্ন দল গড়ে উঠবে বলে জানায় বাফুফে। 

ইত্তেফাক/এসআই