শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ধরাছোঁয়ার বাইরে সাকিব

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৭:৩৬

করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আইসিসি র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন সাকিব আল হাসান। অন্যদিকে বোলারদের র‍্যাংকিংয়ে চার নম্বরে মেহেদী হাসান মিরাজ।  

সাকিবের নিষেধাজ্ঞাকালে নবী ছিলেন র‍্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার। সাকিব র‍্যাংকিংয়ে ফেরার পর পয়েন্টের ভিত্তিতে ছেড়ে দিতে হয়েছিল শীর্ষস্থান। ২৬ জানুয়ারি আইসিসি তাদের নতুন র‌্যাংকিং হালনাগাদ করলে সাকিবের রেটিং ৩৭৩ থেকে বেড়ে হয়েছে ৪২০। অন্যদিকে ৩০১ থেকে ২৯৪ এ নেমে এসেছে নবীর পয়েন্ট।

বোলারদের র‍্যাংকিংয়ে মেহেদী হাসান মিরাজ ৪ নম্বরে ও মুস্তাফিজুর রহমান রয়েছেন ৮ নম্বরে। শীর্ষ ১৫ জন বোলারের তালিকায় আছেন আরেক বাংলাদেশি। সাকিব আল হাসান ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৩তম স্থানে। এক ম্যাচ খেলেই মোহাম্মদ সাইফউদ্দিন ৩ ধাপ এগিয়ে বোলারদের মধ্যে ৪৩তম।

আরও পড়ুন: ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে চার নম্বরে মিরাজ

শীর্ষ ১৫-তে ঢুকেছেন মুশফিকুর রহিম, ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে তার। তামিম ইকবালও এক ধাপ এগিয়ে ২২তম। মাহমুদউল্লাহ রিয়াদ ৫ ধাপ এগিয়ে ৪৯তম অবস্থানে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে।

একনজরে আইসিসি অলরাউন্ডার র‍্যাংকিং: 

অবস্থান    নাম                   রেটিং
১ম    সাকিব আল হাসান        ৪২০
২য়    মোহাম্মদ নবী              ২৯৪
৩য়    ক্রিস ওকস                 ২৮১
৪র্থ    বেন স্টোকস               ২৭৬
৫ম    ইমাদ ওয়াসিম              ২৭১
 
বোলারদের র‌্যাংকিং:  
অবস্থান    নাম               রেটিং
১ম    ট্রেন্ট বোল্ট              ৭২২
২য়    মুজিব উর রহমান      ৭০১
৩য়    জাসপ্রিত বুমরাহ        ৭০০
৪র্থ    মেহেদী হাসান মিরাজ    ৬৭৫
৫ম    ক্রিস ওকস                 ৬৬৫
৬ষ্ঠ    কাগিসো রাবাদা           ৬৬০
৭ম    জশ হ্যাজলউড               ৬৪৭
৮ম    মুস্তাফিজুর রহমান         ৬৪৬
৯ম    মোহাম্মদ আমির            ৬৪১
১০ম    প্যাত কামিন্স              ৬৩৭

ইত্তেফাক/এসআই