পাইলটের একমি স্ট্রাইকার্স চ্যাম্পিয়ন

পাইলটের একমি স্ট্রাইকার্স চ্যাম্পিয়ন। ছবি: ইত্তেফাক
স্পোর্টস রিপোর্টার২১:২৪, ২০ ফেব্রুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৬ মিনিট
কক্সবাজারে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘লেজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি (টেন ডট টেন) পাওয়ার্ড বাই ওয়ালটন’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে খালেদ মাসুদ পাইলটের দল একমি স্ট্রাইকার্স।
শনিবার ফাইনালে দলটি ৩০ রানে হারিয়েছে খালেদ মাহমুদ সুজনের দল এক্সপো রেইডার্সকে। একমির হয়ে খেলা মোহাম্মদ রফিক ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন। ফাইনালে ৫ উইকেটসহ টুর্নামেন্ট জুড়ে ৭৫ রান ও ৮ উইকেট নিয়েছেন তিনি।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল ফাইনালে আগে ব্যাট করে ৭০ বলে ৮ উইকেটে ১০৪ রান করে একমি। জবাবে এক্সপো রেইডার্স ৮ উইকেটে ৭৪ রানের বেশি যেতে পারেনি। জাভেদ ওমর বেলিম টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান ও আশিক মজুমদার সেরা বোলারের পুরস্কার পান।
ইত্তেফাক/এসআই