প্রিমিয়ার লিগে পাঁচটি পাতানো ম্যাচের অভিযোগ

প্রিমিয়ার লিগ ফুটবল ম্যাচ। ছবি: ইত্তেফাক
স্পোর্টস রিপোর্টার২১:৪৬, ২০ ফেব্রুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৩ মিনিট
প্রিমিয়ার লিগে পাঁচটি ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। আরামবাগ এবং ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পাতানো ম্যাচ খেলার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে বাফুফের সংশ্লিষ্ট কমিটি।
শনিবার বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন ব্রাদার্সের বিপক্ষে ২টি এবং আরামবাগারে বিপক্ষে ৩টি পাতানো ম্যাচের অভিযোগ তাদের হাতে এসেছে। এই ৫টি ম্যাচ নিয়ে বাফুফে কাজ করছে। দুই ক্লাবের কাছে তথ্য চাওয়া হয়েছে।
ইত্তেফাক/এসআই