১০ হাজার খুদে ফুটবলার থেকে ২৬৩ জন টিকল
ফুটবল উন্নয়নে সরকারের সহযোগিতা চাইল বাফুফে

সারা দেশ হতে খুদে ফুটবলার বাছাই করে এবার ঢাকায় চূড়ান্ত বাছাইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনূর্ধ্ব-১৫, ১৬, এবং ১৭ বছর বয়সের খেলোয়াড় বাছাই করার অভিযানে নেমে বাফুফে ১০ হাজার খুদে ফুটবলার হতে ২৬৩ জন টিকেছে প্রাথমিক তালিকায়।
মনোনীত ফুটবলারদের নিয়ে ২৩-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত বাছাই করবে বাফুফে। বাছাই চলবে ঢাকায়, কমলাপুর স্টেডিয়ামে।
ফুটবলারদের বাছাই কার্যক্রম নিয়ে গতকাল দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করেছিল। সেখানে বাফুফের পরিকল্পনার কথাগুলো আবার শুনিয়েছেন সভাপতি কাজী সালাহউদ্দিন। তৃণমূলে প্রতিভাবান খেলোয়াড়দের অভাব নেই। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
কিন্তু এদের খুঁজে এনে সঠিক পরিচর্যা না দেওয়ার কারণে অঙ্কুরেই হারিয়ে যাচ্ছিল দেশের ফুটবল প্রতিভা। আর যদি নিজ উদ্যোগে কোনো ফুটবলার দেশের ফুটবলের বড় মঞ্চে মেলে ধরতেও পারেন তাহলেও তিনি প্রয়োজনীয় যত্ন না পাওয়ার কারণে ঝরে যান। এমন খেলোয়াড়ের সংখ্যা ভূরি ভূরি।
ইত্তেফাক/এএএম