বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রান-বন্যার থ্রিলারে শেষ হাসি কিউইদের

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৯

ডুনেডিনে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মাত্র তিন রানের জন্য মার্টিন গাপটিল শতক হাতছাড়া করলেও চার রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে তার দল। গতকাল সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া শ্বাসরুদ্ধকর এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড।

দ্বিতীয় ম্যাচেও টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এরপর ওপেনার টিম সাইফার্টকে দ্রুত সাজঘরে ফেরাতে পারলেও গাপটিলের মারকুটে ব্যাটিংয়ের সামনে দাঁড়াতে পারছিল না অজি বোলাররা। ৮টি ছয় ও ৬টি চারের মারে ৫০ বলে ৯৭ রান তুলেন গাপটিল। তার ইনিংসের সুবাদে ২১৯ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

জবাবে ১১৩ রানেই ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্টয়নিসের ৩৭ বলে ৭৮ ও স্যামসের ১৫ বলে ৪১ রানের দুই ইনিংসে ভর করেও শেষ পর্যন্ত তিরে পৌঁছাতে পারেনি সফরকারীরা। ২১৫ রানেই থেমে যায় তাদের ইনিংস। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ম্যাচসেরা মার্টিন গাপটিল।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২০ ওভারে ২১৯/৭ (গাপটিল ৯৭, উইলিয়ামসন ৫৩; কেন রিচার্ডসন ৩-৪৩)

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ২১৫/৮ (স্টয়নিস ৭৮, স্যামস ৪১, স্যান্টনার ৪-৩১)

ফল: নিউজিল্যান্ড ৪ রানে জয়ী।

ইত্তেফাক/এমআর