শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিপীড়নে অভিযুক্ত সাবেক মার্কিন অলিম্পিক কোচের মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৫

মার্কিন অলিম্পিক জিমন্যাস্টিকের সাবেক কোচ জন গেডার্টের বিরুদ্ধে মানব পাচার ও যৌন নির্যাতনের অভিযোগ আনার কয়েক ঘণ্টা পরই তার মৃতদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মিশিগানের অ্যাটর্নি জেনারেল তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে মিশিগানের একটি মহাসড়কের পার্শ্ববর্তী এলাকা থেকে জন গেডার্টের লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যু নিয়ে তদন্ত চলছে। তিনি কীভাবে মারা গেলেন তা পরে জানিয়ে দেওয়া হবে। গেডার্ট ২০১২ সালে মহিলা জিমন্যাস্টিকস দলের প্রধান ছিলেন এবং দলের চিকিৎসক ল্যারি নাসারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

নাসেরের বিরুদ্ধে ২০১৮ সালে ২৫০ জনেরও বেশি মেয়ের সঙ্গে যৌন নিপীড়নের দায়ে তিন শ বছরের বেশি কারাদণ্ড হয়। ৬৩ বছর বয়সী গেডার্ট মিশিগানের একটি প্রশিক্ষণ কেন্দ্রের মালিক ছিলেন। নাসার এখানকার জিমনেশিয়ামের ডাক্তার ছিলেন। এ সময় নাসারের বিরুদ্ধে অনেকেই আপত্তিজনক আচরণের অভিযোগ তুলেন। একই ধরনের যৌন নিপীড়নের অভিযোগ উঠে গেডার্টের বিরুদ্ধে। সূত্র: বিবিসি

ইত্তেফাক/এমআর