বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাঁশি তুলে রাখলেন সুজিত ব্যানার্জী চন্দন

আপডেট : ০১ মার্চ ২০২১, ০২:৫৬

ফুটবল মাঠে বেশ নামডাক ছিল। চেয়েছিলেন বাঁশি বাজাতে বাজাতে অনেক দূর যাবেন। কিন্তু ইনজুরির কারণে অনেক আগেই আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা হতে নিজেই সরে গিয়েছিলেন সুজিত ব্যানার্জী চন্দন। গতকাল ক্যারিয়ারের ইতি টানলেন। 

আবাহনী-বসুন্ধরা ম্যাচে বাঁশি হাতে নামলেও টস করেই মাঠ ছাড়েন, অবসর নিলেন ফিফার সাবেক রেফারি সুজিত ব্যানার্জী। অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেও তার বিদায়ের দিনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে বেশ কিছু দর্শক সাক্ষী থাকলেন প্রিমিয়ার লিগের একটা বড় ম্যাচ উপলক্ষ্যে। আলোড়ন তোলা সর্বশেষ সুপার কাপ ফুটবল ফাইনালে মোহামেডান-আবাহনী ম্যাচে সহকারী রেফারি ছিলেন তিনি। আর সহকারী হয়েও দক্ষতার কারণে স্বাধীনতা কাপ ফুটবলে চ্যাম্পিয়ন বসুন্ধরা-শেখ রাসেলের ম্যাচে বাঁশি বাজানোর সুযোগ পেয়েছিলেন সুজিত ব্যানার্জী। ২০০৯ সালে শুরু আর গতকাল শেষ করলেন ক্যারিয়ার।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টর (ফিজিক্যাল অ্যান্ড এডুকেশন) সুজিত। খেলেছেন মহাখালী একাদশ, ওয়ারী ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্রে। বাঁশি তুলে রাখার দিনে স্ত্রী সহকারী অধ্যাপক রমা সরকার, এক পুত্র ঈশান ব্যানার্জী, এক কন্যা ঈশিকা ব্যানার্জী এবং অন্য রেফারিরা উপস্থিত ছিলেন। বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী অন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সুজিতকে ফুল দিয়ে বিদায় দিলেন বাফুফের পক্ষ হতে।

ইত্তেফাক/এনএ