শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অনুশীলনে ফিরে চাঙ্গা সাইফউদ্দিনরা

আপডেট : ০৫ মার্চ ২০২১, ০০:৪১

নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রথমবার ব্যাট-বলের স্পর্শ ফেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। কোয়ারেন্টাইনের কঠোর নিয়মের মধ্যে থেকেই গতকাল ক্রাইস্টচার্চে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবালরা। নেটে ব্যাটিং, বোলিং, মাঠে ফিল্ডিং, রানিং করতে পেরে চাঙ্গা মুশফিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিও পোস্ট করেছেন ক্রিকেটাররা।

গতকাল অনুশীলন শেষে মোহাম্মদ সাইফউদ্দিন বলেছেন, পেশাদার খেলোয়াড় হিসেবে পরিস্থিতিতে মানিয়ে নিয়েছেন তারা। অতীতে নিউজিল্যান্ড সফরে প্রাপ্তির খাতায় কিছুই যোগ করতে পারেনি বাংলাদেশ। এ পেস বোলিং অলরাউন্ডারের আশা এবার ভালো কিছু নিয়েই দেশে ফিরবে টাইগাররা।

অনুশীলনের পর সাইফউদ্দিন বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথম সাত দিন হোম কোয়ারেন্টাইন করার পর আজকে অষ্টম দিনে প্রথম ছোট ছোট গ্রুপে অনুশীলনে গেলাম। সব মিলিয়ে ভালো ছিল। যদিও প্রথমবারের মতো অভিজ্ঞতা হলো, এরকম কোয়ারেন্টাইন মেনে নিউজিল্যান্ড সফরে আসা। আমরা ক্রীড়াবিদ হিসেবে সব ধরনের পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে চেষ্টা করি।’

কোচিং স্টাফদের তত্ত্বাবধানে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করেছেন ক্রিকেটাররা।

প্রথমদিনের অনুশীলনের বিস্তারিত জানাতে গিয়ে সাইফউদ্দিন বলেছেন, ‘প্র্যাকটিসে আমরা সবার আগে ফিল্ডিংটা নিয়ে কাজ করেছি, শর্ট ক্যাচ এবং হাই ক্যাচ নিয়ে। কারণ এখানে আবহাওয়া এবং বাতাসের একটা ব্যাপার থাকে, এটা মানিয়ে নেওয়ার জন্য ক্যাচিং করা। এরপর আমরা ছোট ছোট সেশনে ব্যাটিং এবং বোলিং করি। এবং শেষে একটু ফিটনেস করি, যেহেতু আমরা সাত দিন ফিটনেস খুব বেশি করতে পারিনি।’

নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাটে ২৬ ম্যাচ খেলেও জয়শূন্য বাংলাদেশ দল। অতীতে এ কন্ডিশনে ১৩ ওয়ানডে, চার টি-২০ তে হারা বাংলাদেশ এবার জয়ের খাতা খুলতে চায়। গতকাল সাইফউদ্দিনের কণ্ঠেও সেই আশাবাদই ধরা পড়ল।

এ পেস বোলিং অলরাউন্ডার বলেছেন, ‘প্রত্যাশা অবশ্যই থাকবে কারণ ওয়ানডেতে আমরা অনেক ভালো টিম। তো আমরা যদি সবাই আমাদের ভালো খেলতে পারি, দিনটা যদি আমাদের হয়, অবশ্যই রেজাল্ট আমাদের পক্ষে কথা বলবে। পাশাপাশি টি-টোয়েন্টিও আছে। যেহেতু এর আগে আমাদের প্রাপ্তির খাতা একদমই শূন্য, তো আমাদের চেষ্টা থাকবে এ সিরিজ থেকে কিছু নিয়ে যেন দেশে যেতে পারি।

ইত্তেফাক/এসআই