শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মোহামেডানের উৎসব মুখর নির্বাচন

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২১:৩৭

দীর্ঘদিন পর মোহামেডানে নির্বাচন, এতোটা উৎসব মুখর হবে ভাবেননি মোহামেডানের লোকজন। ধারণা ছিল কম সংখ্যক লোকজন আসবে। কিন্তু তা হয়নি। সকাল থেকেই বার্ষিক সাধারণ সভায় উপস্থিতি সবার নজর কেড়ে নিয়েছে। রাজনৈতিক ব্যক্তি, সংসদ সদস্য, কোচ, সাবেক ফুটবলার, কর্মকর্তা, সংগঠকদের পেয়ে মোহামেডান যেন প্রাণ ফিরে পেয়েছে। বিমানবন্দর সড়কে অবস্থিত লা মেরিডিয়ানের ১৬ তলায় মোহামেডানের সভায় সদস্যদের পদচারণায় মুখরিত ছিল।

ইন্ডিপেনডেন্ট সভাপতি এটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিনের সভাপতিত্বে মঞ্চে বসে ছিলেন ক্লাবের পরিচালক পর্ষদ। বিগত বছরগুলোর কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব উত্থাপনের পর সাধারণ আলোচনায় মোহামেডানের অতীত ঐতিহ্য হারানো গৌরব, আগামীতে মোহামেডানের পথচলা সবকিছু নিয়ে সাধারণ সদস্যারা পালাক্রমে তুলে ধরেন। 

একজন পরিচালক যেন দীর্ঘদিন না থাকতে পারেন, ঘুরে ফিরে একই ব্যক্তি যেন পরিচালক পদে না আসেন তার জন্য আইন করার কথা বলা হলে মোস্তাকুর রহমান উঠে সভাপতির জ্ঞাতার্থে বলেন এই আইন আর্টিকেল অব মেমরান্ডামে উল্লেখ আছে। সাভারে মোহামেডানের ২৫ একর জমি আছে, সেটি আদায় করে কাজে লাগানোর দাবী উঠলে আমিন উদ্দিন বলেন,‘সাভারের জমি নিয়ে বন মন্ত্রণালয়ের আপত্তি আছে। সেটা সমাধান করে ব্যবহার করা যাবে।’

সাবেক ফুটবলার কাজী জসিম উদ্দিন জোসী বললেন,‘মোহামেডানকে ব্যবহার করার জন্য আসবেন না। ভালো দল গড়ার জন্য এখানে টাকার দরকার। যারা টাকা দিতে পারবেন তারা আসবেন। টেকনিক্যাল লোকের অভাব নেই মোহামেডানে।  

ইত্তেফাক/এসআই