বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাউদিকে আইসিসির তিরস্কার

আপডেট : ০৭ মার্চ ২০২১, ০৩:২৭

আচরণবিধি ভাঙায় নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদিকে তিরস্কার করেছে আইসিসি। আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার করায় ১ ডিমেরিট পয়েন্টও পান ডানহাতি এই পেসার। ওয়েলিংটনে গত ৩ মার্চ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচের প্রথম ওভারে এ ঘটনা ঘটেছিল।

সাউদির বলে অ্যারন ফিঞ্চকে আউট করতে এলবির আবেদন করে নিউজিল্যান্ড। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় স্বাগতিকরা। কিন্তু আম্পায়ার্স কলে রিভিউতে বেঁচে যান ফিঞ্চ। এরপরই মেজাজ হারিয়ে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করেন সাউদি।

ম্যাচ শেষে অনফিল্ড আম্পায়াররা অভিযোগ করেন সাউদির বিরুদ্ধে। ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে সাউদি দোষ স্বীকার করেছেন, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আজ ওয়েলিংটনে সিরিজের পঞ্চম ও শেষ টি-২০ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। চার ম্যাচ শেষে সিরিজে ২-২ এ সমতা বিরাজ করছে।

ইত্তেফাক/টিআর